রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশসহ গোটা গ্লোবাল সাউথ (বৈশ্বিক দক্ষিণ) আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যে-সব দেশ এসব নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে তারা কখনো ঢাকার সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেনি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। অথচ এ কারণে বিশ্বজুড়ে যে-সব দেশে অর্থনৈতিক পতন ‘সব থেকে কঠিন আঘাত হেনেছে’ বাংলাদেশ তার অন্যতম। বুধবার জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা পর দ্য হিন্দুর সঙ্গে এসব কথা বলেন তিনি।
2023-03-04