ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, নতুন বছর শুরু হওয়ার সময়টিতে তারা রাশিয়ার ছোঁড়া ৪৫টি বিস্ফোরক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

লাভিভ শহরে ৩১শে ডিসেম্বর রাতে আঘাত হানা একটি রুশ মিসাইলের কিছু টুকরো

এগুলো ছিল ইরানে তৈরি ‘কামিকাজে’ ড্রোন এবং স্থানীয় সময় মধ্যরাতের পর থেকে ৩২টি ড্রোনকে ভূপাতিত করা হয়।   

কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান  আন্দ্রেই  নেবিতভ সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন – তাতে তার ভাষায় একটি ধ্বংসপ্রাপ্ত ড্রোনের  কিছু অংশ দেখা যাচ্ছে।  তাতে রুশ ভাষায় “শুভ নববর্ষ” কথাটি লেখা রয়েছে।

রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর লক্ষ্য করে এসব ড্রোন ছোঁড়া হয়। এছাড়া এসব বিস্ফোরক ড্রোন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *